- আমার সিঁথিতে নেই এতটুকু লাল, এমনই আকাল দেশ জুড়ে ! খরা আর বন্যা যেমন - সমান ক্ষতির কৃষকের কাছে ; দিনে দিনে বাড়ে ঋণ, সমিতি-খাতায় লালকালি-খেলা; যেন আকাশের নীল, হারালো কোথায় কালোর আড়ালে ! আমি নির্বাক চেয়ে, মাথা নত করে তোমার মুখের দিকে না রেখে নয়ন - আনত ধ্বংস....! একা একা একা একা কুরে কুরে মন, ঘুনপোকা তুমি হয়ে, দিন-দিন, নি:শেষ মোরে করে, চলেছো এভাবে !!! - . . . উৎসর্গ , প্রিয় ভাই সৌভিক . . . রাত ১২.৫৩ ২১.০৯.২০১২ বৃ-হ-ষ্প-তি-বা-র-রা-ত... . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।