"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ এই মাত্র বাসায় পৌছলাম ,এসে দেখি খোমা বৈ এ ২০০+++ ওয়াল পোষ্টের নোটিফিকেশন (আলাদা একটা ভাব নেবার ইমো ) যাই হোক এর আগের পোষ্টে এ এ যত খানাপিনাই দেয়া হোক না ক্যান সারাদিন এ এক টুকরা পিতজা ছাড়া আর কিছুই মুখে যাই নাই কেক্কু তো বহু দুরের কথা ,তাই আপনাদের সাথে একসাথে পার্টি করতে চলে এলাম ,সাথে গল্প গুজব আড্ডা হইলেও খারাপ না সেদিন এ্যালব্যাম দেখছিলাম আমার জন্মের সময়ের ,আম্মুর আর আব্বুর একটা ছবি আমাকে নিয়ে আমার নাকি তখন মাত্র একদিন বয়স আব্বুর চেহারা দেখে মনে হল মহাখুশি ,কিন্তু আম্মুর মন খারাপ কেনো ???!! জিজ্ঞেস করেছিলাম আম্মু কে তাতে যে উত্তর পেয়েছিলাম ** আম্মু আমার জন্মের সময় নানু বাসায় ছিলেন ,তখন পাশের বাসার এক আন্টির এক বছর এক সুন্দর ছেলে ছিল তো আন্টি প্রায় এসে বলতো তোমার মেয়ে হলে তোমার মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে হবে একেবারে পাকাপাকি কিন্তু .................. একবছর কার ছবি মনে হয় আম্মুর সাথে তোলা হয়েছিল দেখা যাচ্ছে কলা খাচ্ছি ,আমি তো আম্মুকে ছবি দেখিয়ে বললাম দেখেছো আম্মু অন্য বাচ্চারা খাওইয়ার জন্য কত কান্না কাটি করে কিন্তু আমি কি সুন্দর করে কলা খাচ্ছি ,আম্মু তখন আমার মহাআবিষ্কারের সাফল্যে পানি না একেবারে হিলিয়াম গ্যাস ছেড়ে দিলো যেন ব্যাপার টা হল ***ওটা ছিল প্লাস্টিক এর কলা ,আসলে আমি কিছুই খেতে চাইতাম না বলে , খেলেই ................বিসর্জন (কত্ত ভালু পুলা) আর তেমন কিছু মনে নাই ,আবার মনেও আছে হাত দুটো আর চলছে না ,হয়তো সবাই রাগ করছেন খাওন দাওন এর লোভ দেখিয়ে প্যাচাল পাড়ছে পোলা তো খুব খারাপ তাই আরেকটা না বলে পারছি না একদিন এক আপু জোর করে সারাদিন এর জন্য নিয়ে গিয়েছিল উনাদের বাসায় , তো আম্মু আপুকে বলছিল যে দেখো একটু পড়েই আবার চলে আসবে কিন্তু না ,আম্মুকে অবাক করে দিয়ে সারাদিন পার হয়ে গেলো আমি আর আপুর বাসা থেকে আসি না ,কি করছি আপুর বাসায় তা আবিষ্কার করতে গিয়ে দেখে ***আমি সেদিন সারাদিন ই আপুর কোলে বসে হ্যাডফোনে (তখন ক্যাসেট প্লেয়ার এর সাথে এট্যাচ হ্যাড ফোন ছিল)গান শুনছিলাম ,আর কোল থেকে নামার নাম নেই (বিঃ দ্র > উপরের ঘটনার কোনোগুলোই কিন্তু আমার লুলামির সাথে সঙ্গতিপূর্ণ নয় ,বাকিটা বিশ্বাস করা সবার উপর ) এবার আসেন খাওন দাওন করি ,আমারও খিদা লাগসে লন কেক্কুক খান সবাই সাথে আর কার কি লাগে নিয়া নেন আরে হ্যাম ছাড়া কি হয় লগে এটা গুগল মামার গিফট সাথে স্পেশাল অর্ডার দিয়া বানানো পিতজা তাত্তাড়ি নেন সাথে সফট ড্রিঙ্কস ওয়াইন এ কি দোষ করলো সবাই ভালো থাকবেন ,শুভরাত্রী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।