"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ এটা আমার প্রথম পোষ্ট ................যখন নতুন এসে ব্লগে এ কি লিখবো ভেবেই পাচ্ছিলাম না,তখন ব্লগার আলিম আল রাজি এর উৎসাহে এই সিরিজ টি লেখা শুরু করি ধন্যবাদ কিছুটা হলেও রাজির প্রাপ্য কারণ সে ই এর শিরোনাম ঠিক করে দিয়ে ছিলো মেইল এ পড়ার পর ........ হাটি হাটি পা পা... এরপর তো শুরু হল পথচলা বাংলাব্লগে আমার পরবর্তী সিরিজের পোষ্ট গুলো হল .......... হাটি হাটি পা পা... -২ অনেকদিন বিরতির পর সিরিজের তৃতীয় পোষ্ট টি দেই হাটি হাটি পা পা... -৩ লেখার ইচ্ছে থাকে সবসময় ই কিন্তু লেখা আর হয়ে উঠে না,তাই একদিন ক্যাম্পাস থেকে এসে অনেক তাড়াহুড়ো করে দিলাম ৪র্থ পর্ব হাটি হাটি পা পা... -৪ জানি না কেনো যেনো মন খারাপ থাকলেই লেখা লেখি ইচ্ছেটা প্রবল হয়ে ,এক সন্ধ্যায় মন টা প্রচন্ড খারাপ থেকেই একটা পোষ্ট লিখলাম ........... এরপর সেই পোষ্টে আর যেতে পারি না ,কারও মন্তব্যের জবাব দিতে পারি না,কারেন্ট চলে গিয়েছিল..........। এভাবে পোষ্ট এর কথা চিন্তা করতে করতে আমি ভুলেই যাই সেদিন আমার মন খারাপ কেনো হয়েছিলো ....... সেই পোষ্ট টা ............ হাটি হাটি পা পা.. -৫ সামনে হয়তো আরো লিখবো ,কারণ সব এখনও জানানো শেষ হয়নি,মাঝে মাঝে নিজেই নিজের পোষ্ট পড়ি আর হাসি ........ এখন সেমিস্টার ফাইনাল চলছে ,সবাই দোয়া করবেন ,শুভ ব্লগিং সবাইকে ............. যারা পড়ে ফেলেছেন তাদের কে বিরক্ত করার জন্য আবারও ক্ষমা প্রার্থী ...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।