সুখীমানুষ
ব্লগার সুপ্তি যদি আমাকে মনে করিয়ে না দিতো তাহলে খেয়ালই হয়ত হতো না যে আমার বয়স এখন দুই! ব্লগে আমি তেমন নিয়মিত না, এর পরেও বেশ কয়জন বন্ধু পেয়েছি ব্লগে এসে, নিজেও যে আমি কয়েকজনের বন্ধু হইনি সেই দাবি করবো না।
আমি বিতর্কিত ব্লগার না। এ আমার অহংকার করার মত কিছু না, বরং বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, স্মৃতি শক্তি খাটিয়ে কোন কিছু করার মত যোগ্যতা আমার নাই, আমি অনেকাংশেই যোগ্যতাহীন মানুষ। তাই নিজেকে সুখীমানুষ ভেবে আমি সুখী থাকি।
সময় যখন থেমে থাকে তখন ব্লগে এসে সময়ের চাকাটা আমি একটু এগিয়ে নিয়ে যাই। আর এখানে আমি আপনাদেকে শ্রদ্ধা করে খুশি হই, আপনাদের ভালোবাসা পেয়ে চোখ ভিজাই । আমি সুখীমানুষ, আপনাদের সুখীমানুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।