মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।
হাটি হাটি পা পা করে নয় বরং খুবই কম সময়ে নগর বালক{ http://www.metroboyz.tk }ব্লগের যাত্রা শুরু করতে পেরে আমি আনন্দিত । এই ব্লগের পেছনে লাভলুদার হাত ছিলো অনেক । যাই হোক অনেক কষ্টের পর আমার এই ব্লগ যাত্রা শুরু করলো । এখন শুধু দরকার আপনাদের সহযোগীতা ।
আগেই বলে রাখি ব্লগের কাজ এখনো চলছে । কোন রকম ত্রুটি পেলে আমাকে জানাবেন । এছাড়া অন্ন্য যে কোনো পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজন আছে বলে আপনার মনে হলে আমাকে জানাবেন। লিখার ব্যপারে বলি , আপনি এখানে অভ্র দিয়ে ভালোভাবে লিখতে পারবেন । অনলাইনেও লিখতে পারেন।
বাংলা লেখার পদ্ধতি আমরা আরও উন্নত করার চেষ্টা করছি । এখন শুধু মাত্র আপনি পারেন এই ব্লগটিকে এগিয়ে নিয়ে যেতে । আর আমরাতো আপনার পাশে আছিই..................... http://www.metroboyz.tk
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।