আমাদের কথা খুঁজে নিন

   

হাটি হাটি পা পা করে নয় ...........

মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।

হাটি হাটি পা পা করে নয় বরং খুবই কম সময়ে নগর বালক{ http://www.metroboyz.tk }ব্লগের যাত্রা শুরু করতে পেরে আমি আনন্দিত । এই ব্লগের পেছনে লাভলুদার হাত ছিলো অনেক । যাই হোক অনেক কষ্টের পর আমার এই ব্লগ যাত্রা শুরু করলো । এখন শুধু দরকার আপনাদের সহযোগীতা ।

আগেই বলে রাখি ব্লগের কাজ এখনো চলছে । কোন রকম ত্রুটি পেলে আমাকে জানাবেন । এছাড়া অন্ন্য যে কোনো পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজন আছে বলে আপনার মনে হলে আমাকে জানাবেন। লিখার ব্যপারে বলি , আপনি এখানে অভ্র দিয়ে ভালোভাবে লিখতে পারবেন । অনলাইনেও লিখতে পারেন।

বাংলা লেখার পদ্ধতি আমরা আরও উন্নত করার চেষ্টা করছি । এখন শুধু মাত্র আপনি পারেন এই ব্লগটিকে এগিয়ে নিয়ে যেতে । আর আমরাতো আপনার পাশে আছিই..................... http://www.metroboyz.tk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।