সেই জুন ২০০৭ সামুর সাথে হাটা শুরু করেছিলাম, হাটতে হাটতে কখন যে চারটি বছর কেটে গেছে বুঝতে পারলাম না। তবে এই চার বছরের কর্মকান্ড পর্যালোচনা করলে দেখা যায় আমি তেমন কোন ব্লগারই না। চার বছরে এই পোস্ট নিয়ে পোস্ট করেছি মাত্র ২৮০ টি, মন্তব্য করেছি ৫৬৬৪ টি আর পেয়েছি ৬৯০২ টি মাত্র। এই চার বছরে আমার হিট মাত্র ৮৬৭৫০; যেখানে এক মাসে কোন কোন ব্লগার এক লাখ হিট পার করে সেখানে চার বছরে এক লাখ এর ধারে কাছে ও যেতে পারেনি। কাজেই আম ব্লগার হিসাবে নিজেকে পরিচয় দিতেই বেশী সাচ্ছন্দ বোধ করি। শুরুর দিকে ব্লগে নিয়মিত হাজিরা থাকলে ও বর্তমানে বেশ কিছু কারনে ব্লগে হাজিরা অনিয়মিত। সামনে নিয়মিত হতে পারব বলে তেমন সম্ভবনা ও নেই। ব্লগার বন্ধুদের কাছে অনুরোধ নিয়মিত হই বা অনিয়মিত হই যোগাযোগ থাকবে আজীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।