মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। আইজ কয়দিন খালি দৌড়ের মইদ্যে আছি। আমি ও প্রদানমন্ত্রীরে কিছু দিবার চাই। গতকাইলক্যা আমু সাইব তো কাছাকাছি ই প্রা্য় চইল্যা গেছিলেন। কইলেন "শেখ হাসিনার নোবেল পুরস্কার প্রাপ্য ছিল : আমির হোসেন আমু"।
হায়, হায় আমি বুঝি ধরা ই খাইলাম, কিন্তুক না; বাইচ্যা গেছি।
মনে করছিলাম, আমু সাইব বুজি, নোবেল কমিটিরে ফিট দিয়া ফালাইছে। নাহ, পারে নাই; খবর পইড়্যা বুজ পাইছি। এই ফাকে আমি আপনেগো কইয়া ফালাই, আমি নোবেল কমিটিরে ফিট দিয়া ফালাইছি। আমার প্রদানমন্ত্রী এই বার নোবেল প্রাইজ পাইবেনই।
আর আমার মন্ত্রী হওয়া আর কই যায়? আমারে আর ঠেকায় ক্যাঠা?????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।