সুখীমানুষ মেঘে মেঘে মেঘাচ্ছন্ন, সুসম আলো-অন্ধকার সূর্য্যটা যে কোন আকাশে খুঁজেই পাওয়া ভার। সকাল হলো অন্ধকারে, ঝাপটা বাতাস লেগে বৃষ্টি আহা, ঝুম বৃষ্টি ঝরছে ভীষণ বেগে। কার মনে লয় কর্মে যেতে এমন বর্ষণে বৃষ্টি এযে নিবিড় বাঁধন পৃথিবীতে আর মনে। সারা দিন ক্লান্তিহীন রিমিঝিমরিমঝিম ঝরে ঘরে আমার একলা বধু, বিহরহে প্রহর ভরে। ১৮-৬-২০১১, বৈশাখী টেলিভিশন, মহাখালী, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।