হয়তো কিছু নাহি পাবো..
বিষন্ন বেলায় যখন আর কিছুতেই মন বসে না, আনমনেই হাতড়ে বেড়াই স্মৃতির পাতার এপিঠ অপিঠ। এরকম মুহুর্তে আমার সবচেয়ে কাছের সঙ্গী হয় এই বিসাল আকাশের বুকে ভেসে চলা টুকরো টুকরো মেঘগুলো। মনে পড়ে সেই ছোটবেলায় কত পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করেছি মেঘের নকশা এঁকে। মেঘগুলো কি ঢং ই না জানে! কখনও হয় রাজার মাথার মুকুট, আবার কখনও ভয়ংকর কোন দানোব। কখন আবার নাম না জানা পাখি , আবার কখনও পঙক্ষীরাজ, কখনও ডাইনোসর!! একবারতো মনে পড়ে আমি ধোঁয়া ঊড়ানো ট্রেনও দেখেছিলাম, যদিও এখনো আমার ট্রেনেই চড়া হয়নি...
ঠিক এখন আমার মেঘের পথে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে...কিন্তু রাতের নিকষ কালো আঁধারে মেঘ পাব কোথায় বলুন?... এভাবে ভাবতে ভাবতে ভার্চুয়াল আকাশের মাঝে পেয়ে গেলাম আমার প্রিয় মেঘমালার অসাধারণ কিছু আলোকচিত্র যা এই ব্লগে ধরে রাখলাম।
আঁধার কেটে যাক...
খিঁটখিঁটে ডাইনী বুড়ি...
ভেঁড়ার পাল...
একটি ছোট্র শিশু...
নতুন প্রাণের স্পন্দন...
কি কথা তাহার সাথে...
রূপকথার ড্রাগন...
টুকরো টুকরো ভালবাসা...
আর কত মুষ্টিযুদ্ধ চলবে...
অজানায় হল শেষ আমার শিঁড়িঘর...
দাউ দাউ জ্বলছে মেঘের আগুন...
যাও পাখি বল তারে...
শিঁয়রে মোর মেঘের ছায়া...ভয় নাই আজি ভয় নাই...
************************************************
আজ এই পযর্ন্তই............
************************************************
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।