আমার তো মেঘে মেঘে বেলা হল
বিকেল গড়িয়ে রাত্রি এল শেষ,
তবু মেঘে মেঘে ঘোরা হলনা শেষ।
আকাশে আকাশে ওড়া হল শেষ।
ভেবেছিলাম কখনও বা বুঝি আর
খেলে খেলে মেঘে মেঘে ওড়া অবুঝ মতন;
তবুও হবেনা তো বুঝি আমার এ বেলা
মেঘে মেঘে বেলা হল শেষ।
আকাশে মেঘের দেশে;
উড়ে উড়ে দূর অচীন দেশে;
ঠিক যেন চিরপরিচিতের মত
নতুন দেশের নতুন মেঘে
ছোঁয়ায় ছোঁয়য় বেলা হয়ে এল শেষ।
নীল রং আ রং আকাশ বাতাস
রাত্রি পারের বেলা হল শেষ,
তবুও কষ্ট অনেক মেঘের দেশে
উড়ার বহু কষ্টে উড়ার।
কখনও বা বজ্রপাতে
কখনও বা সামনে প্লেনের
মেঘের দেশে উড়া হল শেষ।
কখনও বা পর্বত বন জঙ্গল নীচে
কখনও বা রাত্রি জেগে থাকা চাঁদ
কখনও বা মেঘের আড়ে
কখনও বা বিশাল আটলান্টিক
গোসল করে একাকী ঝাঁপিয়ে
নির্যাতিত হয়ে আবারও ঢেউয়ের দারুন দোলা
ধীরে ধীরে মেঘের আড়ে।
উড়তে দারুন লাগত আমার
কাজের ছলেই ছোট্ট হয়ে
কাজে সফল হবার পরেও কেন যে তারা এমন ভাবে
পারেনা ভাল বাসতে ভালোও
নতুন জীবন দেইনি কি আমি?
জিতে ঐ আকাশেও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।