Footprint of a village boy!
"ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে
ধুলো মেখে মেখে বেজে উঠা নুপুরে
সুর মেলে ডানা আকাশের ও পাড়ে
যাও যদি সুদূর পানে চেনা কোন অন্যখানে
ভালোবাসার মেঘে ঘেরা আসবে যে আমার মনে।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু,
আজ তোমার মেঘে মেঘে রঙ।
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ।
ভাবতেই পারো আলো শেষে সন্ধ্যা কেন মুচকি হেসে
সুদূরে যায় নিয়ে চলে তোমার কথা আমায় বলে
ভাবতেই পারো আমরা দূরে যেমন আছি বহু কাল ধরে
তবুও আজ মেঘের দেশে শুধুই আমায় মনে পরে।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু,
আজ তোমার মেঘে মেঘে রঙ।
"
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।