আমাদের কথা খুঁজে নিন

   

ভিটামিন এ ক্যাপসুল এবং শিশু মৃত্যু .... গুজব নাকি সত্যি?

অন্যায়ের প্রতিবাদ করার মত সাহস নেই। কোন অন্যায় দেখলে তাই দাপিয়ে বেড়াই, নিজেই নিজের সাথে। । ৬-১১ মাস বয়সের সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল আর ১-৫ বছরের শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ২-৫ বছরের শিশুকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে । ## আমরা জানি না, নিম্নমানের ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ করা হয়েচে কিনা।

তর্কের খাতিরে ধরা যাক, নিম্নমানের ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, ভিটামিন যদি এক্সপায়ার্ড ডেটেড হয়ে থাকে, তাতে বড়জোর ভিটামিনের activity কমে যাবে, আলাদা সাইড এফেক্ট হওয়ার কথা না। ## ভরা পেটে কৃমিনাশক ওষুধ খাওয়া ভাল, এতে এই ওষুধের শোষণ বা absorption ভাল হয়। এ ওষুধের কারণে পার্শ্ব- প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব, জ্বর ইত্যাদি হতে পারে। কিন্তু এরকম পার্শ্ব- প্রতিক্রিয়া আরও দশটা সাধারণ ওষুধেও হতে পারে।

শিশুদের অসুখবিসুখ খুবি সেনসিটিভ একটা ব্যপার। এক্ষেত্রে মা-বাবার দুশ্চিন্তা গ্রস্ত হওয়াটা খুব স্বাভাবিক। তবে শুধু শুধু আতংকিত হবেননা । আপনার শিশুর কোন সমস্যা দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন, বমি বা ডায়রিয়াতে অরস্যালাইন দিন । গুজবে কান দেবেন না, এবং গুজব ছড়াবেনো না।

পুন্সচঃ আমি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ছত্র। সন্ধ্যায় সেখানে ইমার্জেন্সীতে অসংখ্য উতকণ্ঠিত বাবা-মা কে শিশু-সন্তান সহ ভিড় করতে দেখেছি। আমাদের চিকিৎসক স্যারেরা শিশুদের জেনারেল চেক-আপের পর তাদের আশ্বস্ত করেছেন, ভয় পাওয়ার কিছুই নেই। বমি এবং ডায়রিয়া তে অরস্যালাইনের পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছেন। হাতে গোনা কয়েকজনকে ভর্তি দিতে হয়েছে, তবে তারাও আশংকা মুক্ত।

আল্লাহর রহমতে সিওমেকে ভিটামিন কিংবা কৃমিনাশক ওষুধের কারনে শিশু মৃত্যুর কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি। anti helminthic drug expired vitamin A ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.