পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ অন্যের ভালকাজের অনুসরণ করেই মানুষ কিংবা একটি জাতিকে বড় হতে হয়। কিন্তু আমরা জাতীগত ভাবে কাদের অনুসরন করছি?? আমাদের তরুন সমাজ কাদের কৃষ্টি কালচার ফলো করছে?? বিষয়টি ভাববার মত।
-বিশ্বের নারীদের জন্য সবচেয় বিপদজনক দেশের মধ্যে ভারত হচ্ছে চতুর্থ।
লন্ডনে প্রকশিত এক জরীপে দেখা যাচ্ছে বিশ্বের মধ্য নারীদের জন্য সবচে ভয়ানক দেশ হচ্ছে যথাক্রমে,
১-আফগানস্থান।
২-কন্গো।
৩- পাকিস্তান।
এরপরই রয়েছে ভারতের অবস্থান।
কেন ভারত চতুরথ,
দেশটিতে নারী নিরযাতন, বাল্যবিবাহ, নারী শিশু শ্রম, পতীতাবিত্তি, গৃহস্থালী কিংবা হাটে বাজার হালকা কাজে নারীদের উপর অস্বাভাবিক নিরযাতনের উপর ভিক্তিকরেই এই জরিপ করা হয়।
-দেশটির স্বরাস্ট্রমন্ত্রী, মাধুকা গুপ্তার তথ্য অনুযায় দেশটিতে ১০০ মিলিয়ন নারী শিশু বিভিন্নদিক থেকে পন্য হিসেবে ব্যাবহৃত হচ্ছে।
-গত শতাব্দিতে দেশটিতে ৫০ মিলিয়নের চেয়েও বেশি কন্যা শিশু নিখুজ হয়েছে।
-দেশটিতে শতকরা ৪৫.৫০% এর চেয়ও বেশি কন্যা সন্তান ১৮বৎসর হবার পুরবেই বিবাহ হয়ে থাকে।
এই যখন অবস্থা, তখন আমাদের ছেলে মেয়ে কাদের কৃষ্টি কালচার দেখে দেখে বড় হচ্ছে, আর তা থেকে তারা কিই বা শিখছে তা নিয়ে সবারই ভাবা উচিত, এবং সময় থাকতে সবাইকে সচেতন হওয়া উচিত।
ভারতীয় 'ডিস' কালচার নিপাত হোক...............
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।