আমাদের কথা খুঁজে নিন

   

ফানুস (১)

কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া কোনো রাজকন্যা.... আজ আনেক দিন পর আকাশ দেখতে গিয়ে তোমার মুখটা খুব মনে পড়ছে রুপা। তুমি আজ আমার কাছে ওই আকাশের মতই যাকে আমি ছুঁতে পারবো না আর কোনো দিন । কেমন আছ তুমি? ভালই আছো নিশ্চয়ই। তুমি সুখ চেয়েছিলে, চেয়েছিলে বিত্ত বৈভবে ভরা সংসার। আজ তুমি তা পেয়েছো যা আমি তোমাকে দিতে পারতাম না কোনও দিন।

দিতে চেয়েছিলাম শুধু ভালবাসা,যার প্রয়োজন হয়তো তোমার কাছে ছিলই না কখনো। তোমার কোনো দোষ নেই রুপা,এটাই স্বাভাবিক। কেউ কেউ জীবনের মানে খুজে পায় ভালবাসায় ,কেউ কেউ স্বার্থপরতায় ,কেউ বা আবার জীবনের মানে খুজে বেড়ায় বিত্ত বৈভবে। তবুওতো আমার মত বিত্ত বৈভবহীন ছন্নছাড়াকে তুমি একদিন ভালবেসেছিলে ,সেও হয়তো তোমার এক খেয়াল ছিল। শহরে দামি শপিংমলে সাজিয়ে রাখা খেলনার মত আমায় তুমি ভালবেসেছিলে,বিয়ে করেছিলে, তারপর খেলা শেষে ছুড়ে ফেলেছিলে ডাষ্টবিনে ।

তবুও সুখি হও,সুখি হও তুমি রুপা,সুখি হও আমার ভালবাসা। আমাদের একসাথে কাটানো দিন গুলো হয়তো তোমার কাছে এখন শুধুই দুঃস্বপ্ন কিন্তু আমার কাছে তা আমার জীবনের সবচে সুন্দর স্বপ্ন হয়েই থাকবে। আজ বড় বেশি মনে পড়ছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা। জানতাম একজন আসছে আমার কাছে ছবি আঁকা শিখতে। সাধারনত আমি কাউকে আঁকা শেখাই না।

তবুও এক বন্ধুর অনেক অনুরোধের পর তোমাকে আঁকা শেখাতে রাজী হয়েছিলাম। তখনও তোমাকে দেখিনি আমি। সেদিনও আকাশটা আজকের মত মেঘলা ছিল। সাদা ক্যনভাসের সামনে দাড়িয়ে ভাবছিলাম কি আঁকা যায়?হঠাৎ দেখলাম আমার সাদা ক্যনভাসে এক নারীমু্র্তির অবয়ব ফুটে উঠলো। কখন যেন আমার পেছনে এসে দাড়িয়েছো তুমি।

রংয়ে ভরে গেল আমার সাদা ক্যনভাস। মানুষের ছায়াও এত সুন্দর হয়? আজও মনে পড়ে সেদিনটার কথা যেদিন তুমি আমাকে বলেছিলে ভালবাস। সেদিন তোমার চোখে আমি দেখেছিলাম অথৈ আবেগ। আজ সেই আবেগ কোথায় রুপা?কবিতার মতো সেই চোখ দুটো আজ কোথায় তোমার রুপা?আজও কি বিকেলের শেষ আলো তোমার চোখে খেলা করে?ভালো আছো ভালোবাসা? বড়লোক বাবার একমাত্র সন্তান তুমি,তাই হয়তো ছুড়ে ফেলতে পেরেছিলে আমাকে অনেক সহজে। হয়তো ঝোকের মাথায় আমাকে বিয়ে করেছিলে তুমি,আবেগ কেটে যেতে খুব বেশি সময় লাগেনি।

দোষ আমি তোমার দেইনা রুপা,দোষ তোমার এতটুকু ...ভুল মানুষ বেছেছিলে তুমি। তুমি চেয়েছিলে অর্থ প্রাচুর্য আর শরিরী উন্মাদনা ভরা যৌনতা যা এই অপদার্থের কাছে নেই,ছিলও না কোনোদিন। তাই যেদিন তুমি বলেছিলে আমাকে আর দরকার নেই তোমার,এতটুকুও অবাক হইনি আমি। আমি জানতাম এই দিনটা আসবেই একদিন। ঐ ছয় মাসের ছোট্ট সংসারটাকে কখনো ভুলবোনা আমি।

তোমার কি মনে পড়ে রুপা আমাদের সংসারের কথা ,আমাদের ছোট্ট ঘরটার কথা,সেই বারান্দাটার কথা যেখানে রোজ দুপুরে চুল শুকোতে তুমি। তোমার মেঘ কালো চুলগুলো খুব মনে পড়ে রুপা। তোমার মনে পড়ে না আমার কথা আমি জানি,তবুও সুখি হও তুমি রুপা। এই অসহায়ের কাছে কিছুই ছিল না তোমাকে দেবার মতো। আজ তুমি ফিরে গেছ তোমার পুরোনো জীবনে ।

খুজে পেয়েছো তথাকথিত সুখ । তবুও শান্তি কি পেয়েছ রুপা? আজ অনেক দিন পর তোমাকে অনেকগুলো কঠিন কথা বললাম। কষ্ট পেওনা তুমি। জীবনে তো কষ্ট ছাড়া আর কিছুই দেইনি তোমাকে আমি। তবুও বলছি রুপা, আমার ঈশ্বরের দোহাই আমি কোনও দিনও চাইনি তুমি কষ্ট পাও।

তাইতো তুমি যখনই চেয়েছো আমি তখনই সরে গেছি তোমার জীবন থেকে। আজ আর কোন ঠিকানা নেই আমার ,নেই কোন ঘর, নেই ঘরে ফেরার তাড়াও। আছে শুধু একবুক শুন্যতা। তোমার কোন ছবি নেই আমার কাছে,তোমার যে ছবিটা আমি একেছিলাম সেটাও তুমি নিয়ে গিয়েছিলে সাথে করে । সস্তা ফ্রেমে বাধানো সেই ছবিটার কোন মুল্য কি আর আজ তোমার কাছে আছে? কখনও কখনও কিছু হারিয়েও তো ভালবাসা পওয়া যায়।

বিচ্ছেদে ভালবাসা পুর্নতা পায় কখনও। তেমনি দুর থেকে আমি তোমায় ভালবাসবো। সকালের আলো দেখে আমি তোমায় ভাববো,ঝতু বদলাবে,রং পাল্টাবে প্রকৃতির,সন্ধার ধূসর আলোতে বসেও আমি তোমার কথাই ভাববো রুপা। কামনা করব তোমার সুখ যার পিছনে তুমি ছুটেছ নিরন্তর। ভালো থেকো তুমি ভালবাসা...........................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।