সুখীমানুষ তারে আমি ঈর্ষা করাবো দেখায়ে আমার সুখীজীবন, পিপাসার জল আঙ্গিনায় ঢেলে রাখবো জীবন্ত ফুলন্ত অঙ্গন। ভাতের খরচ বাঁচিয়ে হলেও পান খেয়ে রাখবো রঙ্গিন মুখ, দশ জানবে, দেশ জানবে সুখী মানুষের সুখ আর সুখ। এরই মাঝে তুমিও তো সংসারী এক দশ আর দেশের ঘরের মত, আর কারো না, জানি আমি আমার সুখে কার বক্ষে হবে ক্ষত। কিছু না বলে, কিছু না করে কি করেছো দেখবে শেষে, যে জলে ভিজাওনি পা সে জল ভাঙ্গবে চোখে এসে। মরণে নাকি শেষ হয় সব সুখীমানুষের মরণ তবে, শেষ না হয়ে তাহার মনে ঈর্ষার শিখা অনির্বাণ হয়ে রবে। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।