আমার কয়েক দিন যাবৎ মনেতে একটা প্রশ্ন যাকছে? কিন্তু যাদেরকে নিয়ে আমার এই প্রশ্ন তাদেরকে আমি প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারছিনা ব্যাপারটা স্পর্শকাতর বলে। কিন্তু তার পর ও জিঘাংসা বলে কথা!! তাই চোখ কান বন্ধ করে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। কিছু দিন যাবৎ বাংলাদেশের একটি অতীব আলোচিত বিষয় হলো নারী উন্নয়ন নীতিমালা-২০১১। কিছু আলেমদের কাছে এটা অগ্রহনযোগ্য কারন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিশেষ করে উত্তরাধিকারের বিষয়ে। আমি সে বিতর্কে যাব না।
আমার কাছে প্রশ্ন হলো মুসলমানের কাছে সম্পত্তির সমান ভাগ নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু হিন্দু ধর্মেতো মেয়েরা বাবা সম্পত্তির কিছুই পায়না কিন্তু নারীনীতি কার্যকর হলে তো অর্ধেক দিতে হবে কিন্তু তারা তো কোন কথা বলছে না? তাদেরতো সমস্যা আর ও বেশি। বো্নকে বিয়ের সময় মোটা অংকের পণ ও দিতে হবে আবার সম্পত্তির অর্ধেক ও দিতে হবে!! তাহলে? তবে কি সনাতন ধর্মের লোকরা মুসলমানদের চেয়ে উদারপন্থি? নাকি সুযোগ সন্ধানী?কারণ আলেমরা যদি নীতি বাস্তবায়ন ঠেকিয়ে দেয় , তাহলে লাভতো তাদের ও। ফাকের দানে ইমেজ ভাল থাকলো। দয়াকরে কেঊ আমার পোষ্টাকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করবেন না। আর করে থাকলে মাফ করে দিয়েন।
এটা কেবলই আমার একান্ত ব্যক্তিগত জিঘাংসা। এটার সাথে রাজনীতি ও ধর্মীয় কোন আবেগ নেই। শুধুই জিঘাংসা। কিন্তু আমার ভাবনাটার উত্তর দিয়েন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।