উপচে পড়েছে পুলকের জল
জলের ভেতরে রক্তের স্পন্দন
রক্তের ভেতরে প্রেমের রমণ
রমণের ভেতরে সফেদ তরল।
ফুটছে ফুলের কলি
ঘ্রাণ প্রাণকে হরণ করেছে যাদুকরের মতোন
গার্হস্থ্য বাক্যসকল হচ্ছে মধুর কথন
রচিত হচ্ছে আদিম পদাবলি।
দুটি প্রাণ এক হয়েছে
একটি প্রাণে সম্মিলিত গানে শাশ্বত লয় এনেছে
ক্রমাগত অভিষ্ঠ লক্ষ্যে যাচ্ছে
গাছের পাতারা ফুলেরা হাসছে।
রক্তে বান ডেকেছে
বানের ভেতর প্রেম এসেছে।
১৮.০১.২০১৪
স্পর্শকাতর ক'টি পংক্তি
শাফিক আফতাব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।