http://www.facebook.com/ruman125
গতকাল ও আজ ব্লগে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বর রিটটা ছিলো হট আইটেম। বিশ্ব শান্তি পরিষদের নাম আগে আমি তো নই এই ব্লগের অন্য কেউ শুনছে কিনা আমার সন্দহ। হঠাৎ এই রিট, ব্লগ চরম গরম।
দুই দিন ধরে অনেকেই রিটের বিপক্ষে অনেক ব্যাখ্যা দিয়ে প্রমান করার চেস্টা করেছেন আমরা এত দিন যা জেনেছি তাই সত্য। কোরবানির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় ছেলে হজরত ইসমাইল (আ.)-কে শুইয়েছিলেন এটার জন্য পবিত্র কোর-আন শরিফের আয়াতের ব্যাখ্যায় ভরে গেছে এই ব্লগ।
আজব দেশ। এত ব্যাখ্যা দেবার কি দরকার তাদের। এই সত্য যে রিট করেছে আর যারা এনিয়ে কাজ করে এবং আদালতও (সুত্র: কালের কন্ঠ ০২-০৮-২০১০ "এ সময় আদালত বলেন, 'বিষয়টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। আমার জানা মতে, ইসমাইল (আ.)কে জবাইয়ের উদ্দেশ্যে ইব্রাহিম (আ.) শুইয়েছিলেন। বাড়িতে বাংলা অনুবাদসংবলিত কোরআন শরিফ আছে।
আবারও কোরআন দেখে আসি, তারপর নিশ্চিত হয়ে বিষয়টি দেখা হবে। ' ") এটা জানে।
তবে প্রশ্ন কেন এই রিট? নাম কমানো নাকি অন্য কোন ষড়যন্ত্র আছে এটাই তদন্ত করে দেখা উছিৎ।
আর সেই সাথে ব্লগে দুইদিন ধরে কিছু পোস্ট দেখা যাচ্ছে যা ধর্মীও অনুভুতিকে আঘাত করে উস্কে দেবার চেস্টা। যা দুঃখজনক এবং নিন্দনীয়।
স্পর্শকাতর বিষয়ে সুড়সুড়ি বন্ধ করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।