বাংলার জনগন লিবিয়া ফেরত বাংলাদেশি শ্রমিকদের দেশে আনা এবং তাঁদের আপদকালীন সময়ে জীবিকা নির্বাহের জন্য বিশ্বব্যাংক সরকারকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার (২৭২ কোটি টাকা) দেবে। ৪০ বছরের মধ্যে শূন্য দশমিক ৭৫ হারে সার্ভিস চার্জে এই টাকা পরিশোধ করতে হবে।
আজ সোমবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে লিবিয়া ফেরত বাংলাদেশিদের প্রত্যেককে ৭৫০ মার্কিন ডলার (৫০ হাজার) করে পাবেন। সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকা দেওয়া হবে।
এ ক্ষেত্রে সহায়তা করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শহীদুল আলম মজুমদার বিকেলে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া ও বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন চুক্তিতে সই করেন। এ সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
শহীদুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, চুক্তির এই টাকা থেকে ১০ হাজার শ্রমিকের বিমানের ভাড়া হিসেবে ১৬ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হবে আইওএম। বাকি ২৬ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার লিবিয়া ফেরত শ্রমিকদের দেওয়া হবে।
সরকারের ২৯ মের হিসাব অনুযায়ী, লিবিয়া থেকে ৩৬ হাজার ৫০০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।