হতেও পারে প্রথমেই বলে আমি আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে খুব বেশী জানিনা বা বুঝিনা ,শুধু এতটুকু বলবো আমি গনতন্ত্রকামী এক সাধারণ যুবক ।সে হিসেবে বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাধারণ মানুষের বিপ্লবকে আমি সমর্থন করি। আচ্ছা এবার একটা জিনিস একটু খেয়াল করুন ,মিশরে এবং অন্যান্য স্থানে যখন বিপ্লব হলো তখন সে দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলো ,টানা বিক্ষোভের মুখে মুবারাক ক্ষমতা ছাড়তে বাধ্য হয় । এথেকে প্রমাণিত হয় জন সমর্থন ছাড়া কোন সরকার ক্ষমতায় থাকতে পারেনা ,যেমনটি পারেনি এরশাদ এদেশের মানুষ তাকে টেনে হিচড়ে নামিয়েছিলো। আচ্ছা এবার একটু লিবিয়ার দিকে চোখ দেন , এখানে দেখুন সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করার থেকে সরাসরি অস্ত্রহাতে যুদ্ধ করা শুরু করে দিয়েছে । তাদের চালিত অস্ত্রগুলো কিন্তু সবই অত্যাধুনিক । এবার একটা জিনিস ভাবুন,ধরুন এই ধরনের সমরাস্ত্র যদি আপনার বা আমাদের হাতে দিয়ে দেয় ,আমরা কি আদৌ সেগুলো চালনা করতে পারবো ,যদি না আমাদের ভালোভাবে প্রশিক্ষন না দেয়া হয় । এখন আমার প্রশ্ন লিবিয়ার ঐ মানুষগুলো কিভাবে রাতারাতি সমরাস্ত্র পরিচালনায় এত দক্ষ হয়ে যায়। নাকি কোণ বিশেষ উদ্দেশ্যে তাদের আগে থেকেই প্রশিক্ষিত করা হয়েছিলো? এবার আসুন গনতন্ত্রের কথায় যদি আরব বিশ্বের মানুষ একনায়কতন্ত্র হটাতে যায় ,তাহলে সৌদি আরবের মানুষ এখনো বসে আছে কেনো? হোসনি মুবারক আর যাই হোক সে কিন্তু নির্বাচিত একজন হোক সেটা কারচুপির নির্বাচন , সে কিন্তু সৌদি বাদশার মত না। এখন আমার প্রশ্ন এই বিপ্লবগুলো কি আদৌ মানুষের ইচ্ছায় হচ্ছে ,নাকি কোন বিশেষ শক্তির ইশারায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।