আমাদের কথা খুঁজে নিন

   

তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে

চিরদিনই তোমারই তো থাকব! তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা দিলে কেন, ফুল দিলে কেন চরণে? যবে প্রণয়ে রাঙানো মধুর স্বপনে, এসেছিলে মোর প্রথম জীবনে। মন বনে মোর প্রেমের মনিকা, জাগিয়া উঠিল গোপনে। সেদিন বুঝিনি, আমার ভুবন শূন্য-কাঙাল ক'রে, ব্যথা দিয়ে তুমি আঁখিরও আড়ালে, সহসা যাবে গো সরে! কেন মুকুল ফোটানো উদাসী দখিনাসম, ভালবাসিবার বাসনা জাগালে মম? প্রিয় নাম ধরে ডাকিলে কেন গো, ছলছল দুটি নয়নে? তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা দিলে কেন, ফুল দিলে কেন চরণে? --অনুপ ঘোষালের গাওয়া সেই আমলের জনপ্রিয় গান Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.