দেশের সবচেয়ে গুরুত্বপূর্ন পরীক্ষা অবশ্যই এটি।এখানে কেনো ভুল থাকবে এটা মেনে নেয়া যায় না। মানুষের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু এখানে ভিন্ন কথা কারন অনেক পরীক্ষা নিরীক্ষার পর প্রশ্নপত্র হওয়ার কথা, তাহলে ভুল কেনো...? আমার সেট নম্বর ছিলো ০১, মেথ সেকসন এ ৮৩ নম্বর এর রেজাল্ট ছিলো না। সেখানে হবে ৩ দিন.. কোনো উত্তর না মেলাতে আমাকে আবার চেষ্টা করতে হয়েছে, এতে সময় নষ্ট হয়েছে.. যদি একটি অপশন থাকতো যে, উপরের কোনটিই নয় তাহলে ঠিক ছিলো..কিন্তু তা ছিলো না। আমি সেখানে ১ মার্ক বেশি পেতে পারতাম। সার্বিক পরীক্ষা তেমন ভালো হয়নি...মাত্র ৫২ টি উত্তর করেছি এর সঙ্গে ১টি মার্ক যোগ হলে এগিয়ে যেতাম... গতবার আমার পরেছিলো ০২ নং সেট । আর অনেক ভুল প্রশ্ন থাকায় বুঝতে অনেক সময় নষ্ট হয়েছে সেক্ষেত্রে আবার পরীক্ষা না নিয়ে জনাব জেদী সা'দত নিজের জিদ বজায় রেখেছিলেন...বলেছিলেন নম্বার যোগ করে দিবেন কিন্তু পরে অবশ্যই তা দেননি.... জনাব, সা'দত সাহেব মানুষ আগে বলতো আপনি না-কি অনেক সৎ মানূষ এ জন্য আপনাকে অনেক সম্মান করতে ইচ্ছা করে...কিন্তু আপনার জেদী স্বভাব পছন্দ নয়... আশা করি যারা ঐ প্রশ্নটির উত্তর দেননি তাদের রেজাল্টের সঙ্গে ১ টি মার্ক যোগ করে দিবেন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।