আমাদের কথা খুঁজে নিন

   

দায়মুক্তি

যে দেশের ৯০% মানুষ ইসলাম ধর্মের অনুসারী সেই দেশ ই পর পর পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যানপিয়ান। কি বলব সত্যিই মাঝে মাঝে মনে হয় ....... যে যার মতো চলতাছে। কিছু লিখতে গেলেও ভয় লাগে। খাঁচাতো একটা আছেই ইনপুট করে দিবে। আমার ফেবুতে এক ইউএসএ নাগরিক ফেন্ড লিস্টে ছিল।

প্রায় ই কথা হতো। এমনকি আমারদেশ কে সে খুব ভাল জানতো। বেশ কিছুদিন যাবত দেখলাম সে আমার লিস্টে নাই। আমি তার কাছে মেসেজে জানতে চাইলাম কিছু সমস্যা হয়ছে নাকি? সে আমাকে জানালো আমার দেশ নাকি খুব আনডিসিপ্লিন। হ্যাঁ সেটাতো জানি।

ক্লাসে স্যার ম্যাডাম প্রায় ই বলে এ কথা। যদি আমাকে বলতো খারাপ বলতো না। বলেছে আমার দেশকে। দেশ তো আমার তাই আমাকে আমার মতো অনেককেই ফুটিয়ে তুলা হচ্ছে। এই দায় ভার কার? আমার না দেশের? দেশ কি করলো? আমারতো দল আছে কিন্তু দেশের তো দল নেই এতো লোভ লালসা নেই।

D+ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.