যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করার বিরোধী আফগান সংসদের বেশিরভাগ সদস্য। তারা বলেছেন- এ ধরনের চুক্তি সই হলে আফগানিস্তানে হত্যা-সহিংসতা আরো বাড়বে।
আফগান সংসদের উপ-সচিব ইরফানউল্লাহ ইরফান এ সম্পর্কে বলেছেন, সংসদের বেশিরভাগ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা লয়া জির্গার এ সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন না। কারণ তারা চান না আমেরিকার সঙ্গে এ ধরনের কোন চুক্তি সই হোক।
তিনি আরো বলেছেন, লয়া জির্গার যে বৈঠক ডাকা হয়েছে, তা আফগান সংবিধান ও জনগণের স্বার্থের বিরোধী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০১৪ সালের পরও আফগানিস্তানে তাদের সেনাবাহিনী মোতায়েন রাখতে চায়। একে বৈধতা দিতে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সইয়ের জন্য কাবুলের ওপর চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। কিন্তু আফগান জনগণ ও সংসদ সদস্যরা এ ধরনের চুক্তির বিরোধী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।