এডিট করুন
কঃ তুমি কি প্রস্তুত?
খঃ এখানে প্রস্তুত শব্দটার প্রবেশাধিকার নিষিদ্ধ।
কঃ দুঃখিত।
খঃ এখানে দুঃখের প্রবেশাধিকার নিষিদ্ধ।
কঃ তাহলে শুরু করা যাক।
খঃ হ্যা এখানে শুরু আছে।
কঃ তাহলে আমরা দুজন অংশগ্রহনকারী...
খঃ অংশগ্রহনকারীর সংখ্যা নির্দিষ্ট নয়।
কঃ কিভাবে?
খঃ তুমি, আমি, দুটি চেয়ার, একটি টেবিল, এই ঘর, ঘরের জানালা, জানালার পাশের রাস্তা, রাস্তার দুপাশের দুটি কৃষ্ণচূড়া গাছ, কিছুদূর এগিয়ে বৈদ্যুতিক খুটি, বৈদ্যুতিক খুটির তার, সেই তারে সাথে সংযুক্ত পরবর্তী বৈদ্যুতিক খুটি, সেই খুটির কাছে অবস্থিত জুতোর দোকান, সেই দোকানে অলস কর্মচারী, তার মালিক, সেই মালিকের কিছুদিন আগে আত্মহত্যা করা স্ত্রী, এই মাত্র ঘেউ ঘেউ করে ওঠা কুকুরটা সহ সম্পূর্ণ মহাবিশ্ব এখানে অংশগ্রহন করবে।
কঃ তাহলে অংশগ্রহনকারীর সংখ্যা কত?
খঃ অনির্দিষ্ট।
কঃ তাহলে শুরু করা যাক।
খঃ হ্যা এখানে শুরু আছে।
কঃ তাহলে শুরু করাটাও কি এখানে একজন অংশগ্রহনকারী হিসেবে বিবেচিত হবে?
খঃ না। শুরু করাটা হবে একটা ঘটনা, উপাদান নয়, যা অন্যান্য ঘটনাকে উপস্থিত করতে প্রলুব্ধ করবে। উপাদান ছাড়া কোন কিছু অংশগ্রহনকারী হতে পারবে না। আমি, তুমি সহ বাকি সকল উপাদানেরা শুরুতে অংশগ্রহন করব।
কঃ আমাদের ঘটনার অন্যতম অংশগ্রহনকারী বস্তুটি অপেক্ষা করছে।
এসো আমরা তার অপেক্ষার শেষ ঘটাই এবং পরবর্তী ঘটনার শুরু করি।
খঃ হ্যা আমরা এটা করব।
কঃ প্রথমে কে অংশগ্রহন করবে, তুমি না আমি?
খঃ এটা নির্দিষ্ট নয়। এটা অনির্দিষ্ট। কিন্তু এটা আমাদের নির্দিষ্ট করতে হবে।
আমরা অনির্দিষ্টতার মাঝ দিয়ে এটা নির্দিষ্ট করব। এক্ষেত্রে আমরা আরেকজন অংশগ্রহনকারীকে আমন্ত্রণ জানাব।
কঃ সেই অংশগ্রহণকারী কে হবে?
খঃ একটি ধাতব মুদ্রা। মোটামুটি প্রতিসম ধাতব মুদ্রা। এই মুদ্রাটি নির্দিষ্ট করবে কে প্রথম অংশগ্রহন করবে।
যেহেতু মুদ্রাটি আমাদের উভয়কেই সমান সাম্ভাব্যতা দেবে, তাই আমরা মুদ্রাটির উপর নির্ভর করব সিদ্ধান্তের জন্য।
কঃ কিন্তু মুদ্রার পৃষ্ঠ বাছাই প্রথমে কে করবে?
খঃ এটা যে কেউ হতে পারে, তুমি বা আমি। তবে কেউ একজন প্রথম পৃষ্ঠ বাছাই করবে।
কঃ তাহলে আমরা কেন সরাসরি শুরুতে চলে যাচ্ছি না কেন? কেউ একজন প্রথমে অংশগ্রহনের পক্ষে বলার পর অপরজন তাতে মত দিলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায়।
খঃ কিন্তু তা হবে না।
কঃ কেন?
খঃ যে সকল কার্যে ফলাফলের গুরুত্ব আমাদের কাছে কম, সে সকল কার্যে আমরা ছাড় দিতে কার্পণ্য না করলেও, যেখানে ফলাফলের গুরুত্ব আমাদের কাছে বেশী, সেখানে আমরা ছাড় দিতে পারি না।
কঃ এজন্যই এই মুদ্রা প্রহসনের আয়োজন করে থাকি?
খঃ হ্যা, কারণ সেক্ষেত্রে তোমার খারাপ ফলাফলের দায় কিছুটা মুদ্রার উপর বর্তাতে পার। আমরা সবসময় দায়মুক্তির জন্য আমাদের সাম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করি।
কঃ আমাদের আজকের এই আয়োজনও দায়মুক্তির এক প্রচেষ্টা বলা যায়।
খঃ হ্যা
কঃ তাহলে চল আমরা আমাদের দায়মুক্তির প্রচেষ্টায় অংশগ্রহনের ক্রম নির্ণয়ের ফলাফল নির্ধারনের নিজেদের দায় থেকে কিছুটা মুদ্রার ঘাড়ে চাপিয়ে দিই।
চলবে.........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।