সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. আমিও আছি আগের মত আকাশ কুশুম স্বপ্ন দ্বিধা -ভর করে সারা রাতি নিঝুম ঘোর লাগা অন্ধকারে ডাক দেয় হুতুম পেঁচা পেন্ডুলামের সুতোয় বাঁধা তুমি, আমি- একা অপেক্ষার কোন এক কোনে অসমন্তরাল জীবনের ঝারবাতি মাকরসার জালে দুলছে পৃথিবী অন্ধসম আবর্তমান তুমি- আমি প্রহরের আলোয় ঝারবাতি নিভু নিভু আলোর ঝাঁঝালো রোদে কেড়ে নেয় রাতি অসম্ভব এক ডামাডোল বাজতে থাকে- ক্রমাগত তুমি আমি নিদারুন হাহাকার কে কবে-নত আম বাগানে ফুলগুলতে উন্মত্ত হায়নার ডাক সম্পর্ক গুলো তেড়ে আসে অসমন্তরাল আগেকার কৈশরের ফেলে আসা স্মৃতি অস্পৃস্সের করাঘাতে কাঁদছে তুমি-আমি আবার এসেছে সেই গান, অদৃশ্যের তার বেয়ে চন্দ্রাক্ষি নদীর বুকে কাঁপছে বুক সুদূর রাত ভর লহরে লহর ক্ষেতে খেয়ে যায় বিষ বৃক্ষ স্বপ্ন দেখা সেই মাঝ রাতে তুমি আমি চেয়ে। আমার করাল গ্রাসে ছেরে গেছে সব স্বপ্ন সবদাহের অকাল বোধনে স্মৃতি কাতর দিকহিন পথের বাঁকে একটি সুর শান বাঁধান ঘাট - তুমি ,আমি, অনেক দুর। তারপর একদিন ভালোবাসার মাকরশার জাল ছিড়ে যায়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।