আমাদের কথা খুঁজে নিন

   

তেলাপোকা

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

তেলাপোকার ঘুমোট শরীরে আজ হাজারো শকুনের রক্ত দলা বেধে রং বদলানো তার আজব চেহারা অন্ধকারে হাত রাখে বন্ধ দরজায় যেখানে কারো প্রবেশের অধিকার নেই! ক্ষুদ্র তোলাপোকার বৃত্তাকার মন ক্ষনে ক্ষনে রং বদলায় আযান দেয় লম্বা মিনারের ছাদে যদি নতুন কোন মুসুল্লি; আবার আসে মসজিদে পাপ মোচনের কামনায়! তার হাত, পা, নাক, চোখ, মুখ থেকে নিত্য নতুনের গন্ধ; সীমাহীন উদারতা সাঁঝের বেলা একলা চাঁদের কোলে মত্ত বেহায়াপনা খোলস বদলানো নতুনের খোঁজে আবার অজানা কোন ভালোবাসার নেশায়! পদদলিত তার সকল অতীত কামনা প্রহসণের নিরবতা আত্মাহুতি দেয় বিনিদ্র রজনী ঘুম পাড়ায় শান্ত টিকটিকি অভিমানে চোখ বন্ধ করে অকারনে সীমাহীন জীবনের পথে অজানা বাধা! বিহঙ্গ ছোটে নিরব কোলাহলে; অক্লান্তে নগ্ন তোলাপোকা অবাক পানে চায় তোলাপোকা হয়েই তার কত অতৃপ্ত কামনা পাছে যদি হওয়া যেত চিল আরো নতুনের স্বাধ পাওয়া যেত হয়তো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।