আমাদের কথা খুঁজে নিন

   

তেলাপোকা হত্যা

এডিট করুন

কিছুকাল হইল আমার কক্ষমধ্যে উদ্বেগজনকহারে তেলাপোকাদিগের সংখ্যা, বিষেশত উহাদিগের বাচ্চাদিগের সংখ্যা অত্যন্ত দ্রুতবেগে বাড়িতেছে। বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান প্রয়োগ করত, কিছুকাল পূর্বে উহারা কিঞ্চিৎ নিষ্ক্রিয় থাকিলেও অধুনা উহারা বড়ই বিক্রমের সহিত চলাফেরা করিতেছে। বর্তমানে আমি পুনঃ পুনঃ রাসায়নিক উপাদান ব্যাবহার করিয়াও কোনরুপ ফল পাইতেছিনা। সেইহেতু আমি সর্বশেষ উপায় হিসাবে আমার হস্তযুগল অবলম্বন করিয়াছি। আমি এখন উহাদিগকে স্ত্রী-পুরুষ, আবাল-বৃদ্ধ নির্বিচারে হস্ত কর্তৃক ধৃত করত হত্যা করিতেছি।

পাঠককুলের চিত্তে প্রশ্নের উদয় হইতে পারে যে, এই নিকৃষ্ট জীবটিকে স্পর্শ করিতে লেখকের কী ঘৃণাবোধ হয়না? উত্তরে ইহাই বলিতেছি যে, সংখ্যাবৃদ্ধিপুর্বক ইহাদের বিক্রম এতই বৃদ্ধি পাইয়াছে যে, ইহারা বর্তমানে আমি যখন নিদ্রিত থাকি তখন নিঃশংক চিত্তে আমার নাসারন্ধ্রে অনুপ্রবেশ করিয়া থাকে। যাহার ফলশ্রুতি হইল আমার হাঁচির বিকট শব্দ। তাই আমি বর্তমানে ঘৃণাবোধের পরিবর্তে ইহাদিগের প্রতি তীব্র ক্রোধ অনুভব করিতেছি। হস্তের নিকটে পৌঁছামাত্র আমি ইহাদিগকে ধৃত করত হত্যা করিতেছি। রাসায়নিক উপাদানের প্রতি বৃদ্ধআংগুলী প্রদর্শন করিলেও আমার হস্তের বৃদ্ধআংগুলীর পেষণ হইতে তেলাপোকাদিগের মুক্তি নাই।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।