আমাদের কথা খুঁজে নিন

   

তেলাপোকা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ক্ষত বিক্ষত নগরে প্রাণের স্পন্দ ভোরের কাছাকাছি সময়ে বাউয়া ব্যাঙের সাথে সঙ্গম শেষে গৃহে ফেরে তেলচিটচিটে ধূসর সাপ আর বয়স্ক কাক অনুজ প্রজন্মকে শেখায় প্রাত:কৃত্যের পাঠ কে বলে নগরে প্রকৃতি নেই বোটানিকালের ইউক্যালিপটাস এখনো উথিত সন্ধ্যা নামলেই শুরু হয় বুনো মন্থনের খেল পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকা কাঁপায় আশুলীয়া গামী মেল খুব চম‌ৎকার একটানা শরীরে হেঁটে চলে পিঁপড়ার দল নরমাংস ভোজন উৎসবে আয়েশী তেলাপোকার ছল ঠিক ২৯দিন আগে মরে গেছে যত্তসব বাজে নাগরিক জন সুখের মত্ততায় শুরু হয়ে গেছে নাগরিক স্পন্দতার ক্ষণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।