আমি খুব আশাবাদী মানুষ | অল্প আলোতেও গাড় অন্ধকার দূর করার স্বপ্ন দেখি | তাইতো তাই খুব বেশি হতাশ হই, জানিনা এই হতাশার শেষ কোথায় পিটিশনটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল এর বিপক্ষে। Mob এর বাংলা দাড়ায় হুড় জনতা, Mob Justice এর মানে করা যায় শাহবাগের উচ্ছৃংখল জনতা যে বিচার চাইতে জড়ো হয়েছে। অর্থাৎ এই আর্জি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল ও শাহবাগের বিপক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে। সেইটা ঠিক না কি ভুল হচ্ছে তা আমাদের আলোচ্য বিষয় না। আমরা এই পোস্টে, জামাত-শিবির কিভাবে তাদের ওয়েব সাইটের মাধ্যমে, এই আর্জির বিষয়ে গণহারে মানুষকে বাটপারি করার জন্য প্ররোচনা দিচ্ছে তা প্রমান করব। তাদের ওয়েব সাইটে তারা মানুষ কে শেখাচ্ছে কিভাবে ভুয়া ইমেইল এড্রেস কিভাবে তৈরী করতে হয়, এবং কিভাবে সেই ভুয়া ইমেইল এড্রেস দিয়ে হোয়াইট হাউজের সাইটে ভুয়া একাউন্ট তৈরী করে আর্জি পেশ করার পক্ষে জাল-স্বাক্ষর দেয়া যায়। তাদের এই জালিয়াতি অপরাপর বিষয়ে তাদের জালিয়াতির সাথে সংগতিপূর্ণ এবং তাদের প্রকৃত চরিত্রের সাথে মিলে যায়। আসুন একেক করে নিরীক্ষণ করি পুরো লিখাটি পড়তে এখানে যান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।