আমাদের কথা খুঁজে নিন

   

সনেট ৮ (ব্ল্যাক ইন হোয়াইট)

আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । সনেট ৮ (ব্ল্যাক ইন হোয়াইট) গগণে জেগেছে মেঘ, শুরু হল বৃষ্টি বৃষ্টি ! কেড়ে নিল মন, কেড়ে নিল দৃষ্টি। তাই বাতায়ন খুলে চোখ মেললাম- ছোট্ট বালক ঘুরছে; লাগছে খুব মিষ্টি, যদি আমি ভিজতাম, ইচ্ছে হল সৃষ্টি। তাইতো কৌতূহলে তাকিয়েই ছিলাম। হটাৎ মৌন-সুমুদ্র ঢেউয়ে উত্তাল, দুঃখগুলো উঠল ফেপে ফেড়ে পাতাল। ব্যাপার বুঝে হোলাম ব্যাথিত ও স্তব্ধ- একি দৃশ্য ! সে ত খাদ্য খোঁজে মাতাল! অথচ আমি আনন্দে হয়েছিনু লাল। তাই খুলিনু চিন্তাদ্বার, যা ছিল বদ্ধ। কেন এ দশা তার ? ভাবি যখনই, অপরাধী মনে হয় ঠিক তখনই । সনেট-৮ (Shemulian) হাসান আল মাহমুদ ১৩/১১/১১ (০২ : ১১ am)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।