গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করায় মিরিয়াম ক্যারি নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সামনে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই নারীর গাড়িটি হোয়াইট হাউসের কয়েকটি নিরাপত্তা ফটকে সজোরে ধাক্কা দিয়ে সামনে এগোনোর চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়িটি ঘিরে ফেলে। চালক তখন গাড়িটি দ্রুতগতিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ক্যাপিটল হিলে কংগ্রেসের উভয় কক্ষে বৈঠক চলছিল। পুলিশ তখন গাড়িটিকে ধাওয়া করে এবং একপর্যায়ে চালককে গুলি করে। এতে তাঁর মৃত্যু হয়। গাড়িটি থেকে এক বছরের একটি মেয়ে শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় সরকারিভাবে প্রকাশ করা হয়নি।
তবে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তাঁর নাম মিরিয়াম ক্যারি। তিনি কানেটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ডের বাসিন্দা ও পেশায় দন্ত চিকিৎসক।
মিরিয়াম ক্যারি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। বিবিসি ও সিএনএন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।