গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ওএমএস'র ২৩ বস্তা চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম নিরু মোল্লা (৪০)।
আজ শনিবার দুপুরে উপজেলার পুরান মুকসুদপুর বাজারে ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার পুরান মুকসুদপুর বাজারে ব্যবসায়ী নিরু মোল্লা বিভিন্ন স্থান থেকে ওএমএসের চাল কিনে এনে বস্তা বদল করে বিক্রির উদ্দেশ্যে নিজের দোকানে মজুদ করে রাখেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার দোকানে অভিযান চালায়।
এ সময় মজুদ রাখা ২৩ বস্তা চালসহ তাকে আটক করে।
মুকসুদপুর থানার ওসি কেএম লিয়াকত হোসেন শীর্ষ নিউজ ডটকমকে বলেন, বস্তা বদল করা ২৩ বস্তা চাল ও ব্যবসায়ী নিরু মোল্লাকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি এসে আটককৃত চালগুলো পরীক্ষা-নিরীক্ষা করবেন। এগুলো ওএমএসের চাল প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।