মঙ্গলবার সকালে তিনি আদালতে অভিযোগ জমা দেয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ বিষয়ে শুনানি শুরু হয়।
রোববার পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টন কার্যালয়ে যাওয়া চেষ্টা করে পুলিশের বাধায় ব্যর্থ হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ওই সময় প্রধানমন্ত্রীর জেলা গোপালগঞ্জ নিয়েও তিনি মন্তব্য করেন।
এক নারী পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে খালেদা জিয়াকে বলতে শোনা যায়- “এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কী বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন, গোপালগঞ্জ আর থাকবে না।”
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গোপালগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশ থেকে খালেদা জিয়ার সমালোচনা করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপার্সনের কুশপত্তলিকায় আগুন দেয়ারও খবর পাওয়া যায়।
ওই বক্তব্যের কারণে মানহানী হয়েছে অভিযোগ করে খালেদা জিয়ার বিরুদ্ধে হুমকি ও উস্কানির অভিযোগ এনেছেন এ বি সিদ্দিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।