আমাদের কথা খুঁজে নিন

   

ভবের মূর্ছনা



আধবোজা চোখে আলোর মাখামাখি প্রফুল্লমনোরথ- খয়েরী শালিকের সমুদ্রস্নানে মেতে উঠে, জোছনাবিলাসী চাঁদের স্বচ্ছল আনন্দ কুঁড়িয়ে নেয়, মন নাচে গায় লুটোপুটি খায় নোনাজলে, পুষ্পকাননে পরী আসে মনের আহ্লাদে পুলকিত হয় সকল লোমকূপ, পুলকিত হয় অস্তিত্ব... চিন্তাগুলো বানরের মতো আবাধ্য লাফালাফি করে প্রসঙ্গ থেকে প্রসঙ্গে কথার তুবড়ি ছোটে কথার পর কথা, কথার পিঠে কথা... হেড়ে গলায় গান ধরে কেউ বাঁধভাঙা হাসি ছড়িয়ে পড়ে ছোঁয়াছে রোগের মতো... পাড়া গরম হয় তারূণ্যের উচ্ছ্বলতায় । গোধূলি কাটে, কাটে জোছনা... তারপর বাড়ি ফেরা, চোখে নয় প্রতিক্ষা- নয় কোন ছন্নছাড়া ভাব নেমে আসে নিদ্রাদেবীর অবাধ্য ছায়া... ভাঙা-ভাঙা স্বপ্ন ভাসে আবার তলিয়ে যায় অতলে ঘুম ভাঙে স্বপ্ন অদৃশ্য স্মৃতিতে শূন্যতা ধীরে ধীরেমনে পড়ে রাতভর ভবের মূর্ছনা... গাঁজার ঘোরকাটা চোখে ব্যস্ততার ইশারা বাস্তবে এসে গা ঝারা দেয় স্বপ্নাবিষ্ট চোখ । বিপ্লব কান্তি দেব ১৮/১২/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।