০২.০৪.২০১৪
একজন মানুষের মনন আর চেতনার জগৎটাই হল তার আসল পরিচয়। আর মানুষের এই মানুষের চেতনার জগৎটাকে সঠিকভাবে শাণিত ও বিকশিত করতে জ্ঞান চর্চার বিকল্প নেই। আমরা আমাদের দেহ বা শরীরকে প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্ন করে থাকি। একদিন দাঁত পরিস্কার না করলে কী অবস্থা হয়। তারপর চুল দাড়ি কেটে কাপড়চোপড় ধুয়ে পরিস্কার করে ফিটফাট হয়ে আমরা বাইরে বের হই।
কিন্তু মন মনন আর চেতনাকে পরিচ্ছন্ন সুন্দর আর ফিটফাট করতে আমরা কী করি? জ্ঞান চর্চাই মননের জগতকে সুন্দর করার একমাত্র উপায়।
জ্ঞান চর্চার সবচেয়ে বড় মাধ্যম পড়া। আমরা দেখি আমাদের পাক কুরআনের প্রথম কথাটিও ছিল "পড়"। বুঝা গলে পড়ার গুরুত্ব অনেক। আমরা যদি সাহিত্য পাঠের কথা বলি তো দেখব সাহিত্য পাঠ একজন মানুষকে তার জীবন সম্পর্কে একটা সুন্দর বোধ গড়ে তুলতে সাহায্য করে।
জীবনের দর্শন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরী করে মানুষকে ম্যাচুরড মস্তিষ্কসম্পন্ন করে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে থাকে। এধরনরে ম্যাচুরিটি সম্পন্ন লোকেরাই গড়তে পারে সুন্দর একটা পৃথিবী।
আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যারা সাহিত্য পড়ে আর যারা পড়ে না তাদের মানসিকতায় ব্যাপক পার্থক্য আছে। আমার মনে হয় সাহিত্য পাঠ ছাড়া মানুষের চেতনার জগৎটা ম্যাচুরড্ হয় না। এজন্য প্রত্যেক পরিবারেই বইয়ের একটা সংগ্রহ থাকা দরকার যাতে বইয়ের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে।
এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে উঠবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।