আমাদের কথা খুঁজে নিন

   

ভবের ধারায় ভাব অচেনা .......!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

ভবের ধারায় ভাব অচেনা সে ভাব ধরতে পারে কজনা মনে'র মানুষই পরম মানুষ ভাবের হাটের সুজনা........। নিশ্বাস নিয়ে নিশ্বাস ফেলে প্রাণী হওয়া যায় মানুষ হতে চাইলে রে ভাই তার মন টা থাকা চাই, ভবের নেশা পাগল নেশা ছাড়ে নারে ভাই ছাড়ে না ভাবের হাটে পাগল হলে আর তো তুই মরবি না...। আমার লালন বলে কেঁদে কী রে,বুক ভাসাবি খন্জনা। মনের মধ্যেই আছেন হরি ঐ আড়শীতে একবার দেখনা...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।