আমাদের কথা খুঁজে নিন

   

ভবের এই খেলা ঘরে...............৭



২৭.০৩.২০১৪

"আজি ঝরঝর মুখরও বাদলও দিনে
জানি নে জানি নে
কিছুতে কেন যে মনও লাগে না
ঝরঝর মুখরও বাদলও দিনে ... . . . ."

আজ বাদল দিন না। তারপরও গানটা ভাল লাগছে। এই গান সবসময়ই ভাল লাগে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি রবি ঠাকুরের গানে আশ্রয় নেই। কখনও কখনও মন ভাল হয় আবার কখনো আরো খারাপ অবস্থা হয়।

বৈরাগী হয়ে যেতে ইচ্ছে করে।

"যারে ঘর দিল সংসার দিলা রে
তারে বৈরাগী মন কেন দিলা রে...................."


সুখ জিনসটা আসলে কী কে জানে! মাঝে মাঝে মনে হয় - এই তো সুখ । সুখ তো আমি পেয়েছি। একটু পরেই দেখি কিসের সুখ ? ওটাতো মরীচীকা ছিল। মায়া মরীচীকাতে মোহগ্রস্ত হয়েছিলাম আমি।

আমি মনে করেছিলাম সুখটা আমি পেয়েছি । আসলে ওটা ছিল ভুল । ভুল সবই ভুল। মরীচীকায় ভুলেছিলাম আমি।

"সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে

কিশোরীর মিষ্টি আশা
নাকি ষোড়শীর ভালবাসা
কেউ বলে সবার মনে তোমার বাসা ।



কারো মনে তুমি আবার চৈতি তৃষা
তুমি বধুর মধুর হাসি
নাকি বিষের বাশী
আমার জানতে ইচ্ছে করে.........................."।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।