৩১.০৩.২০১৪
টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম বাংলাদেশের খেলা। টসে হেরে ফিল্ডিং পেলো বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের উপর দিয়ে যেন একটি ঝরো তান্ডব বয়ে গেল। তারপর এল বাংলাদেশের ব্যাটিংয়ের পালা। এক পয়ায়ে দেখলাম আর আশা নেই।
ভাবলাম এই খেলা না দেখে বরং ফেসবুকিং করি। খেলা আর না দেখলেও ফেসবুকের আলপচারিতা থেকে খেলার ফলাফল ঠিকই আঁচ করা গেল। মনটা খারাপ হয়ে গেল। তাই রবি বাবুর শরণ নিলাম-
"যে তোমায় ছাড়ে ছাড়ুক,
আমি তোমায় ছাড়ব না মা!
আমি তোমার চরণ- মা গো,
আমি তোমার চরণ করব শরণ,
আর কারো ধার ধারব না মা॥
কে বলে তোর দরিদ্র ঘর,
হৃদয় তোর রতনরাশি-
আমি জানি গো তার মূল্য জানি,
পরের আদর কাড়ব না মা॥ "
রাতে একবার খবর দেখার জন্য টিভির সামনে বসলাম। সময় সংবাদে ঢুকেতেই দেখি সংবাদ শিরোনাম দেখাচ্ছে।
একেকটা শিরোনাম লিখে কিছুক্ষণ ধরে রাখছে । তারপর পাল্টে অন্য শিরোনাম দিচ্ছে। হঠাৎ দেখি -
"বাংলাদেশ ৫০ রানে হারাল পাকিস্তানকে। "
আমি অবাক হতে হতে হয়তো কয়েক সেকেন্ড গেছে। ততক্ষণে মস্তিষ্ক সঠিকভাবে গ্রহণ করে নিল বার্তাটি।
। আসলে ওখানে লেখা ছিল -
"বাংলাদেশকে ৫০ রানে হারাল পাকিস্তান। "
খেলব হারব এই তো কাজ
এতে মোদের নাই তো লাজ
চার ছক্কা হই হই
বল মারিয়া এলাম ঐ
সাজঘরে বসে বসে দেখব সবার সাজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।