আমাদের কথা খুঁজে নিন

   

ভবের গান



প্রাণের আকুল ব্যাথায় ব্যকুল রহেনা পরাণ অন্তরে বাহিরে তার বিষের জ্বালায় বিষম মায়ায় চক্ষু ভাসে তার নোনতাজলে ভেসে ভেসে নাউয়ের তালে মন দরিয়ায় তুফান তুলে আমার ভাঙগা নাউ ছুটে চলে অদেখা এক অচিন পুরে ভবের মায়ায় বাধা সবাই তবু সবাই শেকল ছাড়া কথার অনলে সব পুরে যায় বাতাস ছড়ায় ফের শীতল হয় কথার ধারায় দুঃখ পিয়াসী মনটা আমার সুখের অতল পাবে এবার চেনা জানা সব অতীত ছেড়ে এই মনটা যাবে অচিনপুরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।