বুয়েটের ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো। একজন বন্ধু ব্লগে আহত ছাত্রদের নামের আগে লিখেছেন ছাগু, কুকুর শাবক, কুকুর ইত্যাদি। মনে হয় বন্ধুটি মনের খেদ মেটাতে এর চেয়ে ভাল কোন শব্দ খুঁজে পাননি। আমিও যে যুৎসই কোন শব্দ পেয়েছি তা বলছি না। আমি বলতে চাচ্ছি-এর চেয়ে উপযুক্ত কোন শব্দ ঐ সব ছাত্র নামধারী জন্য প্রযোজ্য নয়।
কেননা অনেক স্বপ্ন নিয়ে একজন ছাত্র যখন বুয়েটে ভর্তি হয়- তখন কিন্তু সে ছাগল বা কুকুর শাবক থাকে না। আমার মনে হয়- বুয়েটের প্রশাসন ব্যবস্থার কারণেই মেধাবী ছাত্রদের মধ্য থেকে কেউ কেউ ছাগল বা কুকুর শাবক হয়ে যায়। এর জন্য বুয়েটের অভিভাবক তথা শিক্ষকরাই দায়ী। তারা দেশের মেধাবী ছাত্রদের মধ্য থেকে কিছু কিছু ছাগল ও কুকুর শাবক তৈরি করছেন। এই সব কুকুর শাবকরা একদিন জলতাংক রোগে আক্রান্ত হয়ে কামড় বসাচ্ছে সমগ্র ছাত্র সমাজ তথা জাতির কপালে।
তাই এদের কিছু না বলে ঐ সকল শিক্ষকদের আগে পরিবর্তন দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।