আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটে কমার্স ডিপার্টমেন্টের কমিটি ঘোষণা

অনেক জল্পনা কল্পনার শেষে গত শুক্রবার বাদ জুমা ঘোষিত হল বুয়েট কমার্স ডিপার্টমেন্টের কেন্দ্রীয় কমিটি। একজন আহবায়ক ও ৭ জন যুগ্ম-আহবায়ক সহ ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বুয়েট কমার্স ডিপার্টমেন্টের অন্যতম নেতা, মিডিয়া-ব্যক্তিত্ব ও আগামী দিনের শিক্ষামন্ত্রী জনাব আমিনুর হক পলাশ। সিনিয়র যুগ্ম-আহবায়ক হয়েছেন মেকানিক্যাল থুক্কু ইউ,আর, পি ডিপার্টমেন্টের কমার্সিয়ান জনাব নিয়াজ রাসেল বাপ্পী । আরো আছেন আরাফাত রহমান, ফাইজুর চোউধুরী, উজ্জলকান্তি হালদার, ইমরান হোসেন, পার্থসারথি, সাধন মুস্তাফি। নতুন কমিটিকে ঘিরে বুয়েট কমার্স ডিপার্টমেন্টের ছাত্রদের মাঝে বইছে আনন্দের ফল্গুধারা।

নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আগতদের ভীড়ে মুখরিত বুয়েট কমার্সিয়ানদের বাসভবন। নগরীর বিভিন্ন স্থান থেকে সহমনা কমার্সিয়ানরা দলে দলে আসছেন বুয়েট কমার্স ডিপার্টমেন্টের নবনির্বাচিত কর্ণধারদের অভিনন্দন জানাতে। এ বিষয়ে কমার্সিয়ানদের নেতা, টকশো স্পেশালিস্ট জনাব আমিনুর হক পলাশ জানান, বুয়েটের কমার্স ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে জীবনবাজি রেখে লড়েছি। ইনশাল্লা, বুয়েটে কমার্স ডিপার্টমেন্টকে আরো সমৃদ্ধ করতে কাজ করে যাবো। সেদিন আর বেশী দূরে নয়, যেদিন বুয়েটিয়ানরা তাদের ফার্স্ট চয়েজ দিবে কমার্স।

তবে কমার্সিয়ানদের নেতৃত্ব সম্পর্কে কয়েকজন কমার্সিয়ান বেশ ক্ষুব্ধ বলেও জানান। এদের মধ্যে আছেন সাব্বির আহমেদ, দেবাশীষ মম, মাসুম্ম, শামীম, তানজীর বাঁধন এর মতো সিনিয়র কমার্সিয়ানরা। তারা অভিযোগ করেন, এই কমিটিতে প্রকৃত কমার্সিয়ানদের মূল্যায়ন হয় নি। বুয়েটের সাধারণ কমার্সছাত্ররা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। (বিশেষ বুয়েটবার্তা) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.