আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটে পরীক্ষা পেছানো কিভাবে অফ করা যায়: আমার মন্তব্য



ক'দিন ধরেই আমাদের বুয়েটিয়ান গ্রুপে অনেক আলোচনা চলছে.......একটু আগে এস.আরিফিন স্যারের লেখা পড়ে মনে হল আলোচনাটাকে ব্লগেও নেয়া যায়...... নিচে আমি আমার মন্তব্যগুলি লিখলাম দু'টি আলাদা আলাদা সিস্টেমকে ফলো করে....... প্রথমটা আমার এন.এস.ইউ পড়ুয়া খুব ভাল একটা বন্ধুর কাছে ওদের সিস্টেম সম্পর্কে শোনা ধারণার উপর বেজ করে লিখা এবং দ্বিতীয়টা বাইরের ভার্সিটির অ্যাডমিশন পলিসির উপর বেজ করে লিখা: প্রথম সিস্টেম (এটা বর্তমান সিস্টেমে সম্ভব মনে হয়েছে): ১) ■ প্রতি সেমিস্টারে কিছু নির্দিষ্ট কোর্স অফার করা হবে, যার যেটা ইচ্ছা হবে সে সেটা নিবে৷ ফলে চাইলেই আগেই প্রোগ্রামিং শেখা একজন শুরুর ৪টা টার্মেই সবগুলি পিওর অ্যালগরিদমের কোর্স করে ফেলে বাকি টার্মগুলিতে নন-ডিপার্টমেন্টের কোর্সের পাশাপাশি সেই ফিল্ডে নিজে আরো হায়ার স্টাডি'র সুযোগ পাবে (ডিপার্টমেন্টের টিচারদের সাথে হতে পারে অথবা নিজেও হতে পারে) তেমনি প্রথম টার্মে সি পড়ে কেউ যদি বুঝে তার আরো শিখতে হবে সি++/জাভা কোর্সের আগে তাহলে সে একটার্ম পরে সেই কোর্স নিবে তার দুর্বলতাকে কাটিয়ে উঠার পরে....... এভাবে যেমন সুযোগ পাওয়া যাবে নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠার তেমনি কোন লাইনে স্পেশালাইজেশনের জন্যেও অনেক সময় পাওয়া যাবে ■ মিডটার্ম হবে ২০%, সেটা এবং ক্লাস পারফর্মেন্স মিলিয়ে থাকবে ৬০%৷ মিডের সিলেবাস থেকে যা মিডের প্রশ্নে আসবে তা টার্ম ফাইনালের সিলেবাসে থাকবে না, কিন্তু যা আসেনি তার প্রতিটা থাকবে৷( এটা করতে হবে যাতে মিডের একটা আলাদা গুরুত্ব থাকে) ■ ক্লাস টেস্টের সংখ্যা ও ইভ্যালুয়েশন স্টাইল পাল্টাতে হবে....... একটা অংক দিয়ে ২০ নাম্বার দিয়ে দিল আবার ৫টা অংকে ২০ নাম্বার এমনটা হবে না...... টার্ম ফাইনাল স্টাইলে সহজ-কঠিনের কম্বিনেশনে হতে হবে ■ ১৪ সপ্তাহের সিলেবাস তৈরী করে ১৩ সপ্তাহে ক্লাস শেষ করা হয় এখন, এটাও ঠিক করতে হবে৷ ■ একইসাথে প্রয়োজনে টার্ম হবে ১৬ সপ্তাহে এবং টার্ম ফাইনালের গ্যাপ কমিয়ে দেয়া যেতে পারে এবং টার্ম ফাইনালের সূচী টার্মের আগেই জানিয়ে দিতে হবে৷ ■ "কেউ ৫টার বেশী কোর্স নিতে পারবে না" টাইপের নিয়ম তুলে দিতে হবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ক্রেডিট লিমিট বসাতে হবে এর বদলে (কেউ যদি বেশী কোর্স নিতে চায় তাহলে নিবে, সেটা সে ও তার অ্যাডভাইজার ঠিক করবে) ফলে ওভারঅল লোড কমে যাবে এবং এসব আন্দোলন আর হবে না৷ দ্বিতীয় সিস্টেম(এটার জন্যে সিস্টেম লেভেলে পরিবর্তন লাগবে): ২) অনেকটা ইউ.এস.এ'র ভার্সিটিগুলির মত করে সিস্টেম ফলো করতে হবে...... মানে, ■ সবার অ্যাডমিশন একত্রেই ভর্তিপরীক্ষার রেজাল্ট হওয়ার পরে হবে কিন্তু এরপর তার বাকি ৪টা বছরের লেখাপড়া, গ্রেডেশন, ক্লাস শিডিউল পুরোপুরি ডিপার্টমেন্টের আন্ডারে চলে যাবে..... ■ ডিপার্টমেন্টগুলি ভার্সিটির কাছে দায়ী থাকবে একবছরের মাঝে ২টি সেমেস্টার শেষ করার জন্যে....... ■ কখন টার্ম ফাইনাল পরীক্ষা হবে/হবে না সেটা ডিপার্টেমেন্ট ঠিক করবে, ভার্সিটি কর্তৃপক্ষ না....... ■ অন্য ডিপার্টমেন্টের কোর্সগুলির ক্ষেত্রে স্টুডেন্টরা সেই ডিপার্টমেন্টের শিডিউল অনুসারে সেই কোর্স করবে....... মানে, ইলেকট্রিকালের টার্ম যদি শুরু হয় মার্চে আর সি.এস.ই'র এপ্রিলে তাহলে সি.এস.ই'তে পড়ুয়া একজনকে মার্চ থেকে ইলেকট্রিকালের কোর্সটা করতে হবে এবং এপ্রিল থেকে সি.এস.ই'র কোর্সটা করতে হবে....... ■ টিচারদের দায়িত্ব এক্ষেত্রে অনেক বেড়ে যাবে তাই অ্যাডমিনস্ট্রেশনে থাকা টিচারদের ক্লাসের লোড কমাতে হবে সবশেষে আশা করা যায় এর ফলে স্টুডেন্টরাও ডিভাইডেড হয়ে যাবে ডিপার্টমেন্ট অনুসারে এবং আন্দোলনটাও কমে যাবে। ************* কোন টাইপের পোস্ট হল সেটা বুঝলাম না ঝাড়ি খাই নাকি বুয়েটের পাবলিকদের আল্লাহই জানে.........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.