সকল প্রশংসা মডারেটরদের
শত শত ছায়ার মিছিল স্বপ্নের মাঝে, নড়ে চড়ে,উঁকি দেয় অগোচরে।
মুখোমুখি দাড়ায় কখনো সহস্র প্রশ্ন-মাখা চোখে।
স্বপ্নের মাঝে শত শত ছায়া
ছায়াদের স্মৃতি,বেদনা
ছায়াদের ঝিম ধরানো দুপুর
দিগন্ত প্রসারিত নীলাভ আকাশ,
ছায়াদের ধোঁয়াটে অবয়বে ভেসে উঠে
না পাওয়ার হাজারো অনুযোগ,
রক্তজবার মতো এক থোকা লাল কষ্ট
স্বপ্নের মাঝে--
ঘোরে ছায়ার মিছিল।
ইট পাথরের সভ্যতায় শিকড় ছড়ানো স্মৃতি
নোনা ঘামে ভেজা, ঝাজালো দুপুরের গন্ধমাখা ছায়া,
ছায়ার মুখোশ-- স্বপ্নের মাঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।