আমাদের কথা খুঁজে নিন

   

ছায়ার মায়া

নিজের করি নিজে খাই বলার তেমন কিছু নাই । একদিন ভেবে ছিলাম হয়তো খুজে পব কোন এক সোনালী জোস্না কে , সে প্রতীক্ষায় ই শুরু করেছিলাম কোন এক ছায়ার পিছনে পথ চলা । তাই আজ ও আমি সেই ছায়ার পেছনে হাটতে হাটতে চলছি কোন এক আন্তিম পথে সন্ধানে , জানিনা কোথায় শেষ হবে আমার এই পথ চলা জানিনা কোথায় আছে আমার সেই আন্তিম পথ, তবে জানি এটা ছায়া না যাবে ধরা না করা যাবে মায়া তবু ও আমি সেই ছায়ার পিছনেই শুধুই হাটছি । হয়তো একদিন এই পথ চলা আমকে বড্ড ক্লান্ত করে দিবে ? ক্লন্তির মাঝে আমি হারিয়ে যাবো , হারিয়ে যাবে আমার শরীরের সমস্ত শক্তি , মনের আবেগ । তার পর ও আমি হটছি শুধু ই সেই ছায়ার ই পিছনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।