আমাদের কথা খুঁজে নিন

   

ভেতরে সাপ জেগে ওঠে



বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম একটা বিষয় নিয়ে লিখবো। আবার কি ভেবে যেন পিছ পা হই। বোধকরি এ লেখা পড়ে অনেকেই আমাকে মা্ওলানা শফি বলে গাল দেবে; মিটিং, মিছিল, সভায় আমার নামের নিন্দা হবে। কুশপুত্তলিকা ও দাহ্য হতে পারে। আমি মাত্রাতিরিক্ত ধর্মীয় ফতোয়াবাজ নই, সেই মাত্রায় আধুনিক ও নই বোধ করি যতটা আধুনিক হলে উগ্রতাকে ফ্যাশন ট্রেন্ড বলে আড়াল করবো।

বেশ কিছু বছর ধরে ইভটিজিং নিয়ে কথা ও লেখা হচ্ছে বিভিন্ন মহলে। অসুস্থ মানষিকতার সেসব টিজারদের কে পাশে রেখে যদি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে নারীদের আধূনিকতার নামে কিছু পোষাক আষাক সত্যিই বিপরীত লিঙ্গের মানুষদের কে অসুস্থ হতে প্রভাবিত করে। প্বার্শবতী দেশ ভারত থেকে আসা লেগিনস সে ধরনের এক পোষাক বিশেষ যা নারীর দৈহিক কাঠামোকে স্পষ্টত অন্যের নজর কাড়ে; আর এই নজর কাড়া মানে ভালো লাগা নয়, মন্দ দৃষ্টির আকর্ষন। হ্যা, অবশ্যই অন্য সংস্কৃতি আর কৃষ্টি কালচার থেকে যা কিছু ভালো তা নিতে পারি, তা বলে উগ্রতাকে নেমন্ত্রন করার মতো ভুলকে আপন করা বোধ করি ঠিক হবে না। লাল শালুর সেই লাইন মনে করিয়ে দেয়- ভেতরে সাপ জেগে ওঠে।

সুতরাং আধুনিকতার নামে আমরা কোন বিষাক্ত সাপকে নেমন্ত্রন করবো না। লেগিনসকে না বলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।