কাঠগোলা সাইফ
কোথাও একটু দাঁড়াতে পারলেই
হয়; বেনো জলে ভেসে আর কাহাতক যাওয়া
তারপর আবার না হয় শুরু হবে যাত্রা, সিঁথির পথে
সিদুরের ছায়ায় হেঁটে যাওয়া তোমার ...
মনে পরে জাতিস্বর,
যেদিন বেহুলা ভাসিয়েছিল নিজেকে
স্বর্গযাত্রায় ইন্দ্রের পথে সেদিনও তুমি
শুয়ে শুয়ে অবচেতনভাবে চেয়েছিল স্থান,
ফিরে পেতে চাইছিলে ঘেঁটু ফুল আর
কাশঘেরা চাঁদ সওদাগরের দেউড়ী
মনে পড়ে তোমার সেই
নদীকূল, অহেতুক বাধভাঙা আলোর উল্লাস,
দরদ দিয়ে গাওয়া সেই গান, ''ও কারিগর দয়ার সাগর
ওগো দয়াময়, চাঁদনীপসর রাইতে যেন আমার মরণ
হয়...''
জগতে স্থানের বড় অভাব, অভাব সময়েরও
আর অভাব অর্থের। ...কোথাও একটু দাঁড়তে পারলেই
হয়; তারপর যাত্রা আবার শুরু করব, অসীম অনন্তলোকের যাত্রা,
চন্দ্র কারিগরের পথে যাত্রা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।