পূজিছে গ্রন্থ ভন্ডের দল! মূর্খরা সব শোনো, মনুষ এনেছে গ্রন্থ! 'গ্রন্থ' আনেনি মানুষ কোনো!
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা।
শুদ্ধ বাকির দায় যাবি যমালয়
তোর কপালে হবে দায়মালি ছাপা।।
কীর্তিকর্মা সেহি ধনী অমূল্য মাণিক মণি
তোরে করিলেন কৃপা।
সে ধন এখন হারালি রে মন
এমনই কি তোর কপাল বে’দফা।
আনন্দ বাজারে এলে ব্যাপারে লাভ করব বলে
এখন সারলে সে দফা।
কুসঙ্গেরই সঙ্গে মজে কু-রঙ্গে
হাতের তীর হারায়ে হলিরে ফ্যাপা।
দেখলি নে মন বস্তু ঢুঁড়ে
কাঠের মালা নেড়ে চেড়ে
মিছা নাম জপা।
লালন ফকির কয়, কি হবে উপায়
বৈদিকে রইল জ্ঞানচক্ষু ঝাপা.....!
গানটি ডাউনলোড করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।