Sad Cafe
বিনাশ ও বিন্যাস এর গান
আমাকে ভেদ করে কোন্ বীজ দ্যাখো বেড়ে ওঠে বিনম্র এই বাগানে!
বিষাদের গায়ে লেখা থাকে স্তিমিত সূর্যের আঁচ,
আমার আঙ্গুলের ফাঁক গলে উপচে ওঠে একাগ্র বিষাদ
নিমগ্ন হাতুড়ির ক্রোধ।
আমাকে ভেদ করে বেড়ে ওঠে নির্মাণ, বিস্মিত হয়ে ওঠে কতোশতো ফুল
সেই ফুল কার চুলে দেবো আমি !
কার ঠোঁটে গুঁজে দেবো প্রথার মৌতাত? বিমর্ষ এলাচের ক্ষেত?
আমাকে ভেদ করে আজো দ্যাখো বেড়ে ওঠে বিনাশ ও বিন্যাস;
কী সহজ ! কী সহজ !!
যদিও মুঠোর ভেতরে সেই কবে মরে গেছে বীতসূর্য, কাঠশিল্প
আর বিপন্ন সব বৃক্ষরাজির গান !
------------
আন্দালীব
২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।