আমাদের কথা খুঁজে নিন

   

আলোয় বিনাশ হোক অন্ধকারের...

২০০৯-২০১৩... খুব বেশি একটা সময় না। এরই মাঝে আমরা ভুলে গিয়েছি ৪ বছর আগে ঘটে যাওয়া নৃশংস বর্বর বিডিআর গণহত্যা। ’৭১ এর পর এরকম পৈশাচিকতার নজির আমাদের দেশের ইতিহাসে নেই। একদিনে ঘটে যাওয়া এই পৈশাচিক গণহত্যায় জাতি হারায় ৫৭ জন পদস্থ, সুদক্ষ সেনা কর্মকর্তা। এই অপূরণীয় ক্ষতি কোনদিন পূরণ হবার নয়।

বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি) এর প্রায় ২২০ বছরের ইতিহাসে এরকম নজির নেই। এক দিনে এতজন পদস্থ সেনা কর্মকর্তা নিহতের নজির আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসেও নেই। জাতির ইতিহাসের এই কালোদিনে, বর্বরোচিত সুপরিকল্পিত এই গণহত্যার পেছনের শক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে। যেই শক্তি চিরজীবন আমাদের দেশ, আমাদের জাতিস্বত্বাকে অস্বীকার করেছে। সময়ের গতিপথে মিশে গেছে শহীদদের স্মৃতি, ভুলোমনা জাতি ভুলে গিয়েছি দেশের জন্যে তাদের আত্মত্যাগের কথা, ভুলে গিয়েছি তাদের জন্যে ন্যায় বিচার নিশ্চিত করবার কথা।

ন্যায় বিচার এখনো অদেখা। আমরা ভুলে গেলেও শহীদদের আপনজনেরা কোনদিনই ভুলতে পারবেন না। তাদের অনেক প্রশ্ন এখনো উত্তরের অপেক্ষায়। আমরা কি জাতি হিসেবে এতটাই স্বার্থপর ? আসছে ২৫শে ফেব্রুয়ারি, আসুন আমরা একাত্মতা প্রকাশ করি এইসব শহীদদের স্মরণে। নতুন প্রজন্মের গণজাগরণকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবার।

শাহবাগের সকল দেশপ্রেমী অকুতোভয় যোদ্ধাদের উদ্দেশ্যে বলছি...আসুন ২৫শে ফেব্রুয়ারী আমরা সবাই এক সাথে, এক আকাশের নিচে, একই মাটিতে দাড়িয়ে। যে যেখানে আছি, আসুন সবাই মিলে স্মরণ করি শহীদদের। আর প্রার্থনা করি, তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদের আত্মার জন্যে। আলোয় বিনাশ হোক অন্ধকারের... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.